UNFPA এর অর্থায়নে বাস্তবায়িতব্য প্রকল্পের আওতায় যুব উন্নয়ন অধিদপ্তর,বগুড়ায় পরিচালিত প্রাতিষ্ঠানিক ট্রেড ( পোশাক তৈরি, কম্পিউটার বেসিক, মডার্ণ অফিস ম্যানেজমেন্ট ইত্যাদি) ২০২০ সালের জানুয়ারি মাস হতে অদ্যাবধি যে সমস্ত মহিলা যুব প্রশিক্ষণার্থী বিষয়ভিত্তিক প্রশিক্ষণের পাশাপাশি জীবন দক্ষতার বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেছেন তাদের মধ্যে থেকে বগুড়া জেলায় মোট ১২ জনকে ২০,০০০ টাকা করে নগদ প্রণোদনা ড়্রদান করা হবে। এ লক্ষ্যে ইতোমধ্যে আগ্রহী প্রশিক্ষণার্থীদের রেজিস্ট্রেশন সম্পন্ন করা হয়েছে। চূড়ান্তভাবে প্রার্থী বাছাইয়ের উদ্দেশ্যে আগামী ২৪ তারিখ সকাল ১০ ঘটিকায় যুব উন্নয়ন অধিদপ্তর, বগুড়ার জেলা কার্যালয় ( তিনমাথা রেলগেট,বগুড়া) লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। নির্ধারিত তারিখ ও সময়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্যেশনকৃত মহিলা প্রশিক্ষণার্থীদেরকে বলা হলো।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস