উপপরিচালকের কাযালয় ,যুব উন্নয়ন অধিদপ্তর,বগুড়া এই জেলার ১৮ থেকে ৩৫ বয়সী কর্মপ্রত্যাশী বেকার যুবদের কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষে্ বিভিন্ন ট্রেডে ভর্তির জন্য দরখাস্ত আহ্বান করা হচ্ছে। প্রশিক্ষণের ট্রেডগুলি হচ্ছেঃ ০১। পোশাক তৈরি -৩ মাস ০২। মৎস্য চাষ- ১ মাস ০৩। মডার্ণ অফিস ম্যানেজমেন্ট এণ্ড কম্পিউটার এপ্লিকেশন -৬ মাস ০৪। ইলেকট্রিক্যাল এণ্ড হাউজওয়্যারিং -৬ মাস ০৫। ইলেট্রনিক্স-৬ মাস ০৬। রেফ্রিজারেশন ্এন্ড এয়ারকণ্ডিশনিং -৬ মাস ০৭। কম্পিউটার বেসিক এণ্ড আইসিটি এপ্লিকেশন-৬ মাস। এখানে উল্লেখ্য যে, বাজেট বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে প্রশিক্ষণার্থীদের যাতায়াত ভাতা প্রদান করা হবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুনঃ
উপপরিচালকের কার্ালয়, যুব উন্নয়ন অধিদপ্তর, তিনমাথা রেলগেট, বগুড়া।
ফোন নম্বরঃ ০৫১-৬৬২৬৪
মোবাইল ঃ ০১৭১২-৭১৮৯৮৪ (সহকারী পরিচালক)
অথবা, স্ব স্ব উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কাযালয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস