শিরোনাম
যুব কল্যাণ তহবিল হতে ২০২১-২০২২ অর্থবছরের জন্য অনুদান প্রদানের বিজ্ঞপ্তি
বিস্তারিত
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন যুব কল্যাণ তহবিল হতে ২০২১ – ২০২২ অর্থবছরের অনুদান প্রদানের বিজ্ঞপ্তি জারী করা হয়েছে। উপযুক্ত যুব সংগঠনকে অনলাইনে আবেদন করার জন্য আহবান জানানো হচ্ছে:
- যুব ও ক্রীড়া মণ্ত্রণালয়ের ওয়েবসাইট (www.moysports.gov.bd) এর অভ্যন্তরীণ
- ই-সেবার আওতাভুক্ত যুব কল্যাণ তহবিল অনলাইন অনুদান লিংকে ব্রাউজ করে নির্ধারিত
- অনলাইন আবেদন ফরম পূরণ করতে হবে।
- যুব সংগঠন কর্তৃক অনলাইনে আবেদনের শেষ তারিখ : ১০ মার্চ, ২০২২ খ্রি. নির্ধারিত তারিখের পর অনলাইন আবেদন দাখিল কার্যক্রম স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।
- প্রযোজ্য ক্ষেত্রে চাহিত তথ্যাদি PDF আকারে আপলোড (upload) করতে হবে।
- গত অর্থবছরে (২০২০-২০২১) যেসব সংগঠন অনুদান পেয়েছে তাদের আবেদন অযোগ্য বলে বিবেচিত হবে।
- আবেদনকারী যুব সংগঠসমূহকে আবশ্যিকভাবে দেশের বিদ্যমান আইন অনুযায়ী রেজিষ্ট্রেশন/নিবন্ধনভুক্ত হতে হবে।
- যুব উন্নয়ন অধিদপ্তরের স্বীকৃতিপ্রাপ্ত/নিবন্ধিত যুব সংগঠকে অগ্রাধিকার দেওয়া হবে।
- প্রস্তাবিত প্রকল্প বাস্তবায়নের জন্য সম্ভাব্য মোট ব্যয়ের কমপক্ষে শতকরা ১০ ভাগ অর্থ সংগঠনের নিজস্ব তহবিল থেকে বহন করতে হবে।
- যুব নারী অথবা তৃতীয় লিঙ্গ অথবা প্রতিবন্ধী/বিশেষ চাহিদা সম্পন্নদের দ্বারা পরিচালিত সংগঠনকে অনুদান প্রদানের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
- আবেদনকারী সংগঠন রাষ্ট্র ও সমাজ বিরোধী কর্মকাণ্ডের সাথে সম্পূক্ত কি না তা যাচাই করতে হবে।
- প্রকল্পভেদে অনুদানের পরিমাণ ৪০,০০০ টাকা/ ৫০,০০০ টাকা।