কর্মশালার শিরোনামঃ ‘ ক্ষুদ্রঋণ ও আত্মকর্মসংস্থান কর্মসূচি বাস্তবায়ন ও মূল্যায়ন ’ শীর্ষক রাজশাহী বিভাগীয় কর্মশালা এবং যুব উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ
কর্মশালার স্থানঃ হলরুম, বগুড়া আঞ্চলিক যুব কেন্দ্র, যুব উন্নয়ন অধিদপ্তর, বগুড়া।
তারিখঃ ২৩ জুন, ২০২২ খ্রি.
সময়ঃ সকাল ১০.০০ টা হতে বিকাল ৫.০০ টা পর্যন্ত
অংশগ্রহণকারীঃ ৮ জন উপপরিচালক, কো-অর্ডিনেটর ১ জন, সহকারী পরিচালক ৩ জন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ৬৭ জন মোট ৭৯ জন।
প্রধান অতিথিঃ জনাব মোঃ আজহারুল ইসলাম, মহাপরিচালক (গ্রেড ১),যুব উন্নয়ন অধিদপ্তর, ঢাকা
বিশেষ অতিথিঃ জনাব সুদীপ কুমার চক্রবর্তী বিপিএম সেবা, পুলিশ সুপার, বগুড়া
বিশেষ অতিথিঃ জনাব এ কে এম মফিজুল ইসলাম, পরিচালক (দাঃবিঃ ও ঋণ ), যুব উন্নয়ন অধিদপ্তর, ঢাকা
সভাপতিঃ জনাব মোঃ জিয়াউল হক, জেলা প্রশাসক, বগুড়া
গত ২৩/৬/২২ খ্রি. তারিখে বগুড়ায় যুব উন্নয়ন অধিদপ্তরের ক্ষুদ্রঋণ এবং আত্মকর্মসংস্থানমূলক কর্মসূচির বাস্তবায়ন ও মূল্যায়ন শীর্ষক রাজশাহী বিভাগের কর্মশালা এবং যুব উদ্যোক্তা সমাবেশ ও ঋণ বিতরণ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। সকল কর্মসূচীতে সম্মানিত প্রধান অতিথি হিসেবে অধিদপ্তরের মান্যবর মহাপরিচালক জনাব মোঃ আজহারুল ইসলাম খান মহোদয় ভার্চুয়ালি সংযুক্ত থেকে একটি উন্নত সমৃদ্ধ জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে যুবদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বগুড়া জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব মোঃ জিয়াউল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব সুদীপ কুমার চক্রবর্তী এবং যুব উন্নয়ন অধিদপ্তরের সম্মানিত পরিচালক জনাব এ কে এম মফিজুল ইসলাম।
প্রথমে যুব উদ্যোক্তাদের মতবিনিময় অনুষ্ঠানে তাদের কার্যক্রম ও উদ্যোক্তা সৃষ্টিতে করণীয় সম্পর্কে আলোচনা করা হয়। এতে বেশ কয়েকজন যুব তাদের কর্মকান্ড ও প্রস্তাবনা তুলে ধরেন। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি পরিচালিত হয়। উদ্যোক্তা সমাবেশে শতাধিক যুব অংশগ্রহণ করে। অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তর, এনআরবিসি ব্যাংক ও বঙ্গবন্ধু যুব ঋণ কর্মসূচির মাধ্যমে ২৩৩ জন যুব উদ্যোক্তা কে ১ কোটি ৬৪ লাখ ৬০ হাজার টাকার ঋণ সহযোগিতা প্রদান করা হয়।